কোনও দুর দেশে
চলে যাই আমি
রাত পোহাবার শেষে
তবু থামি
একটু থামি আমি
তাকাই, তাকাই হেসে
ফেলে আসা পথ
পথের শপথ
মিথ্যে শপথ
তাই আঁধার শেষে
কোনও দুর দেশে
চলে যাই আমি
সেই ভালো
বড় বেশি ভালো...
আর ও ভাল হয়,
যদি আমি হারিয়ে যাই
চিরদিনের মত তোমার আকাশ থেকে
খসে যাওয়া তারার মত..
আমি চলে যাব পার হয়ে নদী
থামব না মোটে,
দেখবে তোমার আকাশে তখন
কত তারা ফোটে-
হলুদ-সবুজ, কালো-লাল সব
প্রীতি-নমস্য !!
Note~
মন থেকে মনের কখনো দূরত্ব হয়না,
বাহ্যিক দূরত্ব মানুষকে আরও কাছে আনে...
যে মন্তব্যগুলো হয়েছে তা শুধু অভিমান থেকে এসেছে
আরও কাছে থাকার অভিপ্রায় থেকে....
:)
P.S.
This is a Poem I wrote inspired by few lines I came across. Hope it strikes a chord. For those who could not understand the language, well, The English translation shall soon follow!
No comments:
Post a Comment
Would love to have your comments!